যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন
- আপডেট সময় : ০৭:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা৷ আর এরই সাথে পূর্ণ হলো ২৫৬৬ বুদ্ধবর্ষ। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ, এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দেশ ও দেশের বাহিরের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবেন।
যিশু খ্রিষ্টের জন্মের প্রায় পৌনে ছয়শ বছর আগে ধরনীতে আসেন গৌতম বুদ্ধ। বোধিজ্ঞান লাভ করে শান্তির বার্তা আর অহিংসার বাণী নিয়ে পৃথিবীর মানুষের কাছে হয়ে উঠেন মহান আর্য্যপুরুষ।
বুদ্ধ কে স্মরণ করে সকাল থেকেই রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে যান বুদ্ধের আদর্শ অনুসারী ও ভক্তরা। পূজা ও প্রার্থনায় ব্যক্ত করেন অনুভূতি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা প্রারম্ভিক প্রার্থনা, মোমবাতি প্রজ্জ্বলন করে স্মরণ করেন মহাপুরুষ বুদ্ধ কে। শোনান, বুদ্ধের অহিংস বাণীর কথা।
পরে ধর্মীয়গুরু পালি ভাষায় আনুষ্ঠানিক প্রার্থনার মন্ত্র পাঠে…. ধ্যানমগ্ন হন বুদ্ধ ভক্তরা। প্রার্থনা শেষে মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনার কথা জানান প্রধান ভিক্ষু।
শুধু বৌদ্ধ সম্প্রদায় নয়, শান্তি ও সুখী পৃথিবীর জন্য বুদ্ধের বাণীর প্রাসঙ্গিকতা সর্বকালের বলেও মনে করা হয়।