যথাসময়ে ভ্যাকসিন পেতে ১ হাজার কোটি টাকা আগাম দেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
যথাসময়ে করোনা ভ্যাকসিন পেতে আগাম ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমন্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা জানান তিনি। এ সময় নির্বাচনে অংশ নিয়েও সরে যাওয়াকে বিএনপির পরিকল্পিত খেলা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী জাতির পিতার নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে আরো আগেই বিশ্বে উন্নত ও সমৃদ্ধ দেশ হতে পারতো বাংলাদেশ।
করোনার শুরু থেকেই সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান জানান, দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
এ সময় উপ-নির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করে নির্বাচনে তাদের ভূমিকারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন এনজিওগুলোতে আসা তহবিল কোথায় বিনিয়োগ হয়েছে, ভবিষ্যতে তার হিসেব নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।