যমুনা টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান হ’ত্যাচেষ্টা মামলার রায় পেছালো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাম্যান শাহিন আলমকে হত্যাচেষ্টা মামলার রায় আরেকবার পিছিয়েছে সিএমএম কোর্ট।প্রস্তুত না হওয়ায় পরবর্তী রায় ঘোষণার দিন ৮ নভেম্বর ঠিক করেছে আদালত।
সকাল ১১ টার দিকে সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া জানান, মামলায় ১২ জন স্বাক্ষী উপস্থাপন করা হয়েছে। মামলায় ন্যায় বিচার পাবেন বলে আশা করেন তিনি। ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারের দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন শাকিল হাসান ও শাহীন আলম। এ ঘটনায় শাকিল বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। গেলো ২০ সেপ্টম্বর মামলার রায় ঘোষণার কথা ছিলো।