যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছা কাছি পৌছেছে
- আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছা কাছি পৌছেছে। নদীবর্তী অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।
ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ধারা আজও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা বিপদ সীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলা ছাড়াও সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তির্ন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গো-খাদ্যোর তীব্র সংকট দেখা দিয়েছে।
টানা দু’সপ্তাহ পানি বৃদ্ধির পর সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এক পয়েন্ট বৃদ্ধি পেলেও আরেক পয়েন্টে কমেছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে আরও ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধির সাথে সাথে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। হুমকির মুখে রয়েছে স্কুল, মসজিদ, বাজারসহ কবর স্থান ও পাকা-ভবন।
মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে করোনা আরেক দিকে বন্যার পানি আসাতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।
রাজবাড়ীতে গেল ২৪ ঘণ্টায় পদ্মার পানি আরো বৃদ্ধি পেয়ে।এতে করে সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এতে করে দূর্ভোগ বেড়েছে পানি বন্দিদের। আর তলিয়ে গেছে ফসলি জমি। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।