যশোরের অভয়নগরে ৫০৩ একর জমির উপর ইপিজেড নির্মাণ করতে যাচ্ছে সরকার
- আপডেট সময় : ০৮:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে ৫০৩ একর জমির উপর ইপিজেড নির্মাণ করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে ভূমি অধিগ্রহণসহ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এতে কর্মসংস্থান হবে লাখো মানুষের। পাল্টে যাবে গোটা দক্ষিণাঞ্চলের চিত্র।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জলাবদ্ধ বিলসহ আশপাশের অকৃষি জমি অধিগ্রহণ করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল–ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে মাগুরা, রাজাপুর, প্রেমবাগ, চেঙ্গুগুটিয়াসহ বিভিন্ন মৌজার ৫০৩ একর ভূমি অধিগ্রহণের ব্যবস্থা নেয়া হয়েছে। এই ইপিজেড ভবদহপারের মানুষের আশার আলো হয়ে দেখা দিয়েছে। সরকারের এ সিদ্বান্তে খুশী স্থানীয়রা।
এই ইপিজেড নিমার্ণের মধ্যে দিয়ে শিল্প-বণিজ্য ও বন্দর নগর যশোরের নওয়াপাড়ায় নব দিগন্তের সূচনা হবে। কর্মসংস্থান হবে লাখো মানুষের।
জেলা প্রশাসক বলেছেন, কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, মানুষের জীবন মানের উন্নয়নও ঘটাবে ইপিজেড।
ইপিজেড নির্মাণ সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ লাখ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিস্টরা।