যশোরের ঝিকরগাছায় বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়ে এক বোমা কারিগর আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়ে শহিদুল ইসলাম নামে এক বোমা কারিগর আহত হয়েছে।
সকালে উপজেলার গবুরাপুর গ্রামের নিজবাড়িতে এ ঘটনা ঘটে। আগত শহিদুলকে গুরুতর আহত অবস্থায় খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বোমা তৈরিতে সহযোগীতা করায় স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। এসময় গান পাউডার, ম্যাচ, জাল কাঠি, জর্দ্দার কৌটাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ইউপি সদস্য বিল্লাল হোসেনের নির্দেশে শহিদুল বোমা বানানোর সময় ব্লাস্ট হয়ে আহত হয়েছে। শহিদুলকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। আগামী ১১ নভেম্বর নির্বাচনে ব্যবহার করার জন্য বোমা তৈরি করা হচ্ছিল বলেও জানায় সে।