যশোরের ভবদহে চলছে মাছের সাথে হাঁস চাষ
- আপডেট সময় : ০৮:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মাছের খাদ্য উৎপাদন ও বাড়তি লাভের আশায় যশোরের ভবদহ পাড়ে চলছে মাছের সাথে হাঁস চাষ। পরীক্ষামূলক সমন্বিত এ চাষে সফলতাও এসেছে। নামমাত্র খরচে লাভজনক হাঁস চাষে আগ্রহ বাড়ছে মাছ চাষিদের মধ্যে। চাষিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ।
যশোরের দু:খ হিসেবে পরিচিত ভবদহ বিল এলাকা, প্রতি বর্ষা মৌসুম থেকে পরের প্রায় ছ’মাস জলাবদ্ধ থাকে। এক সময়ের তিন ফসলি এই সব জমিতে এখন মাছ চাষই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
এখন মাছের সাথে শুরু হয়েছে সমন্বিত হাঁস চাষ। এরই মধ্যে কেশবপুর উপজেলার ডহরি কাকবাঁধাল বাওড় এলাকায় পরীক্ষামূলক হাঁস চাষে সফলতা এসেছে। মাত্র ৬০টি দিয়ে শুরু করে এই খামারে এখন হাঁসের সংখ্যা সাড়ে আট’শটি। প্রতিদিন দিচ্ছে ছ’শতাধিক ডিম।
হাঁসের বিষ্ঠা থেকে খাদ্য পাচ্ছে মাছ। এতে মাছের খাবারের জন্য খরচ নেই বললেই চলে। খামারেই বাচ্চা ফুটিয়ে বিক্রি করা হচ্ছে।
সমন্বিত চাষে দ্বিমুখী লাভ দেখে, এলাকায় মাছের ঘেরে হাঁস চাষ শুরু করেছে অনেকেই।
এ সমন্বিত চাষ সম্প্রসারণের উদ্যোগ নেবে বলে জানায়, স্থানীয় মৎস্য বিভাগ।
ভবদহ পাড়ের মাছ চাষিদের সমন্বিত হাঁস চাষ সম্প্রসারণে সরকার উদ্যোগ নেবে বলে আশা করে সংশ্লিষ্টরা।