যশোরের সাড়ে ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ দু’জনকে আটক
- আপডেট সময় : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
যশোরের নাভারণ-সাতক্ষীরা সড়কে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ দু’জনকে আটক করছে ডিবি পুলিশ। এ সময় পালাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে এক পাচারকারী মারা গেছে।
ভোরে শার্শার জামতলায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা হয় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৭৫৮ গ্রাম স্বর্ণের বার। অভিযানের সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণসহ আটককৃতদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তবে পুলিশী তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন ডিবি পুলিশের দুই সদস্য। তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী।
সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘাটাইল থেকে অটোরিক্সাটি যাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এসময় নারী যাত্রীসহ অটোরিক্সায় থাকা আরো তিনজন গুরুতর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে আরও একজন মারা যান। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।