যশোরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
যশোরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে রেব। গতকাল রাতে এ অভিযান চালানো হয়।
সংবাদ সম্মেলনে রেব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় তারা। সন্ত্রাসীরা রেবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আব্দুল্লাহ ও আজিজুর রহমান নামে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল,৮ টি ম্যাগাজিন,৩৪ রাউন্ড গুলি ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদের যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।