যশোরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৪:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
যশোরে আফজাল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে পাবনার সাঁথিয়ায় রুহুল আমিন নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে, চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
পূর্বশত্রুতার জেরে একই এলাকার টেরা সুমনের নেতৃত্বে কয়েকজন যুবক শঙ্করপুর মডেল একাডেমির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে আফজালকে। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যু হয় তার। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, জড়িতদের আটকে তৎপরতা চলছে।
এদিকে, গেল রাতে পাবনা সাঁথিয়ার আতাইকুলা থানার স্বরগ্রামে রুহুল আমিন নামে একজনকে বাড়ি থেকে ডেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে একই গ্রামের মোস্তফা, শরীফসহ কয়েকজন। তার চিৎকারে চাচাতো ভাই আবু সাইদ এগিয়ে গেলে তাকেও কোপায় হামলাকারীরা। পরে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় তারা হামলাকারীরা। আহত রুহুল ও সাইদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুহুল আমিন।