যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১১ বার পড়া হয়েছে
যশোরের মণিরামপুর-ঝিকরগাছা সড়কে ট্রাক-মোটরসাইকেল মখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-নূর মোহাম্মদ ও সবুজ হোসেন। গতরাতে বাসুদেবপুরে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিন্ত্রীর কাজ করতেন। সন্ধ্যার পর তারা মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে মণিরামপুর আসছিলেন। বাসুদেবপুর পট্টি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় সবুজ হোসেনকে ঝিকরগাছা উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সবুজকেও মৃত ঘোষণা করেন।