যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে বিমান অফিস মোড়ে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিন জনের মৃত্যু হয়। এছাড়া আহত ৪ জনের চিকিৎসা চলছে।