যশোরে রাতের আঁধারে চিকিৎসার নামে চলছে প্রতারণা
- আপডেট সময় : ০২:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
যশোরে রাতের আঁধারে চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো। সীলগালা তুলে এবং বিকল্প চাবি বানিয়ে রোগীর অস্ত্রোপচারও করে যাচ্ছে অসাধু চক্র। এর আগে লাইসেন্স, প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে স্বাস্থ্যকেন্দ্রগুলো সীলগালা এবং তালাবদ্ধ করে সিভিল সার্জন।
যশোরের বাগআচড়া আনাচে-কানাচে স্বাস্থ্যসেবার নামে বেআইনিভাবে গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। প্রশাসন ও স্থানীয়দের ম্যানেজ করে লাইসেন্স ছাড়াই প্রতারণা করে কামিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। কোনোটাতেই নেই, ভালো ডাক্তার-নার্স-টেকনিশিয়ান ও ল্যাব। এনেসথেসিয়া ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন করা হচ্ছে।
ময়লা আবর্জনায় ভরা কথিত ল্যাব, অপারেশন থিয়েটার ও রোগীদের থাকবার জায়গা। ১০ শয্যার অনুমতি থাকলেও, মানছেনা অনেকে। অভিযোগ স্বীকার করলেও, বন্ধ করে দেয়ার কারণ স্পষ্ট নয় বলে জানায় ক্লিনিক মালিকরা। এলাকাবাসী জানায়, রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে। ভালো চিকিৎসা সেবা চান তারা।
আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে, তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান, সিভিল সার্জন।
নিয়ম মেনে ক্লিনিকগুলো পরিচালিত হলে রোগীরা কাঙ্খিত সেবা পাবে বলে মনে করে এলাকাবাসী।