যশোর জেনারেল হাসপাতালের সংক্রমণ নিরাময় ওয়ার্ডে ছড়াচ্ছে জীবাণু
- আপডেট সময় : ০১:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
যশোর জেনারেল হাসপাতালের সংক্রমণ নিরাময় ওয়ার্ডই সংক্রমণের জীবাণু ছড়াচ্ছে। নোংরা-পচা দুর্গন্ধময় ওয়ার্ডের আশপাশ রীতিমত ডাস্টবিনে পরিণত। অস্বাস্থ্যকর এই পরিবেশে সংক্রমণ ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আছে মশা-মাছির উপদ্রব। ভুক্তভোগীদের অভিযোগ, ডায়রিয়ার চিকিৎসা নিতে এসে নিজেরাই রোগী হয়ে ফিরছেন।
২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের সংক্রমণ ওয়ার্ডে রয়েছে ৫টি শয্যা। সারা বছরই শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকে এ ওয়ার্ডে। গেল ২১ মার্চ থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়ায় ১৫ দিনেরও বেশি সময় ধরে তিল ধারণের ঠাই নেই ওয়ার্ড ও এর পাশের বারান্দায়। কিন্তু সংক্রমণ ওয়ার্ডের প্রবেশ পথ ও আশপাশ ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় পচা-দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনেরা।
ভুক্তভোগীরা বলছেন, চিকিৎসা নিতে এসে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা ব্যাধিতে। অসহ্য পঁচা গন্ধে ওয়ার্ডে থাকা যাচ্ছেনা। তার ওপর রয়েছে মশা ও মাছির উৎপাত।
সংক্রমণ ওয়ার্ডের এমন অবস্থায় ক্ষুব্ধ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নেতারাও।
দায়িত্বরতরা বলছেন, রোগীর স্বজনরাই খাবারের উছৃষ্ট, ডাবের খোলা ও ময়লা ফেলে পরিবেশ নোংরা করছে। নিষেধ করলে মারমুখি হন তারা।
ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি থাকায় বর্জ্যও বেশি। ফলে ঠিকমত অপসারণ কষ্টসাধ্য বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পৌরসভার সহযোগিতায় সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানালেন।
যশোর জেনারেল হাসপাতালে যশোর ছাড়াও আশপাশের নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাসহ কমপক্ষে ৬ জেলার মানুষ চিকিৎসা নিতে আসেন। সঙ্গত কারণে হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগি ভর্তি থাকে।