যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক পিলারবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক পিলারবাহী ট্রাকের সংঘর্ষে নাটোরে ট্রাক চালক নিহত হয়েছে। অন্যদিকে মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে নিহত হয়েছে চালক রুহুল আমিন।
সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের সাথে বিপরীতমুখি বৈদ্যুতিক পিলার বহনকারী একটি বড় ট্রাকের সংঘর্ষ হয়।এতে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রাক ও বাসের আরো অন্তঃত ৫ জন আহত হয়েছে।
এদিকে, ট্রলি ট্রাক্টর নিয়ে রুহুল আমিন হাটবোয়ালিয়া এলাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হেমায়েতপুরের একটি পুকুরে পড়ে উল্টে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।