যাদের আকামা আছে, সৌদিতে চাকরি আছে, তারা সবাই ফেরত যেতে পারবেন
- আপডেট সময় : ০৭:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সৌদি আরব যাবার টিকিট যেন এখন সোনার হরিণ। সেই টিকিট পেতে সৌদি প্রবাসী কর্মীরা প্রতিদিন ঘুরছেন সাউদিয়া এয়ারলাইন্সের সোনারগাঁ অফিস, কিংবা মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে। তাদের অনেকেই টোকেনধারী, আবার টোকেন না পেয়ে হতাশায় বাকীরা। এ অবস্থায় টিকিটের দামও বেড়েছে কয়েকগুণ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, যাদের আকামা আছে, সৌদিতে চাকরি আছে, তারা সবাই ফেরত যেতে পারবেন। ভিসা নিয়ে কোনো জটিলতা হবে না। এজন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। এদিকে, যারা টিকিট পেয়েছেন তাদের করোনা পরীক্ষার জন্য ভিড় বাড়ছে মহাখালীর ডিএনসিসি ল্যাবে।
টিকিট নিয়ে জটিলতা পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। গত কয়েকদিনের মত আজও টিকিটের জন্য সৌদি এয়ারলাইনসের সামনে ভিড় করছেন প্রবাসীরা। সৌদি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি প্রবাসীদের টিকিকের জন্য টোকেন এবং তারিখ নির্ধারণ করে দিলেও কমছে না বিশৃঙ্খলা।
সৌদি এয়ারলাইনস থেকে দ্বিতীয় দিনের ৩৫০ টোকেনধারীকে টিকিট দেওয়ার কথা রয়েছে। যদিও এর বাইরে বহু প্রবাসী ভিড় করেছেন অফিসের সামনে। সবার চাওয়া অন্তত টোকেন দেওয়া হোক তাদের। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৮ থেকে ২০ মার্চের রিটার্ন টিকেট ধারীদের টিকিট নিতে আসতে বলা হলেও অনেকেরই রয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। যাদের আকামা, ভিসা আছে, দেশে ছুটিতে এসেছেন, তারা সবাই সৌদি আরব যেতে পারবেন, কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
আর যারা টিকিট পেয়েছেন তাদের করোনা সনাক্তের পরীক্ষা চলছে মহাখালীর ডিএনসিসি মার্কেটের পরীক্ষাগারে। তরে সময় কম থাকায় করোনার রির্পোট নিয়ে চিন্তিত প্রবাসীরা। এদিকে, সৌদি এয়ারলাইনস আগামী সোমবার থেকে নতুন করে টোকেন দেওয়ার কথা জানিয়েছে। একইসঙ্গে যাদের ভিসা এবং আকামার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ বাড়াতে ২৭ সেপ্টেম্বর সৌদি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।