যানজটের দুর্ভোগ কমাতে গাজীপুর-ঢাকা বিশেষ ট্রেন চলাচল শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
যানজটের দুর্ভোগ কমাতে গাজীপুর-ঢাকা বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে । রাজধানীর সঙ্গে যোগাযোগ বাড়াতে গাজীপুরের জয়দেবপুর জংশন থেকে কমলাপুর পর্যন্ত তিনটি ট্রেন সার্ভিসের উদ্যোগ গ্রহন করে বাংলাদেশ রেলওয়।
আজ সকাল ৭টা ১৫ মিনিটে জয়দেবপুর জংশন থেকে কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায় তুরাগ এক্সপ্রেস। এরপর সকাল ৮টায় ছেড়ে যায় টাঙ্গাইল কমিউটার। মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করে ট্রেন পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। এমন উদ্যোগ নেয়ায় খুশী যাত্রীরা। সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল কমিউটার ও বিকেল পাঁচটায় কালিয়াকৈর ডেমো ট্রেনে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট এড়াতে অর্ধেক সিট খালি রেখেই চলবে ট্রেনগুলো।