যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী
- আপডেট সময় : ০৫:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী। জেলা শহরের মূল রাস্তায় অস্থায়ী দোকানপাট, গাড়ি পার্কিং এবং কয়েক হাজার ব্যাটারিচালিত রিকসা চলাচলে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। পাঁচ মিনিটের পথ যানজটে আটকে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় যানজট দূর হচ্ছে না।
দূর থেকে দেখলে মনে হবে রাস্তার মাঝে সারি সারি সাজানো আছে ব্যাটারিচালিত রিকসা। রয়েছে রাস্তা দখল করে অস্থায়ী দোকান ও মোটর বাইক পার্কিং। বেশ কয়েক বছর ধরে কিশোরগঞ্জ জেলা শহরের ব্যস্ততম রাস্তাগুলোর প্রতিদিনের দৃশ্য এটি। জরুরি প্রয়োজনীয় কাজে বের হয়েও ঘন্টার পর ঘন্টা অসহনীয় যানজটের ভোগান্তি পোহাতে হয় জেলার ১৩ উপজেলার মানুষকে।
যানজট নিয়ে কোন পদক্ষেপ নিতে আগ্রহ নেই প্রশাসনের। অভিযোগ জেলার সামাজিক সংগঠনের এই নেতার।
রাস্তা দখল করে অবৈধ দোকানপাটসহ রাস্তার পাশে অপরিকল্পিত হোটেল, ডায়াগনস্টিক সেন্টার যানজটের প্রধান কারণ বলে মনে করেন পৌর মেয়র।
মেয়র এবং প্রশাসন বিভেদ ভেঙে যানজট নিরসনে একসাথে কাজ করবেন। এমনটাই আশা কিশোরগঞ্জ বাসীর।