যারা আ’লীগে বিদ্রোহ করবে তারা আর দলে আসতে পারবে না : নানক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক বলেছেন, যারা আওয়ামী লীগে বিদ্রোহ করবে তারা আর দলে আসতে পারবে না।
আওয়ামী লীগ করবেন আর শেখ হাসিনার সিদ্ধান্ত মানবে না। তিনি আওয়ামী লীগের হতে পারেন না। সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ -নির্বাচনে নৌকার পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নানক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে নৌকার প্রার্থী লানু লাল দেবের পক্ষে স্টেশন রোডে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদিক মিছবাউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ অনেকে।