যারা ঘৃণিত ও বর্জিত, তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেঃ তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয় বলেও মত ব্যক্ত করেন সেতুমন্ত্রী। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা দেশে ঘৃণিত ও বর্জিত, তারাই দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে ষড়যন্ত্র করছে।
বুধবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, লন্ডনে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে , আল জাজিরার প্রতিবেদন প্রচারে সেই অশুভ চক্রই জড়িত ।এ সময় আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।
এদিকে বুধবার দুপুরে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সরকার বিরোধী অপপ্রচার প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নিয়েও ষড়যন্ত্র করেছিল একটি দেশের শক্তিশালী নেতৃত্বে, তবে পদ্মা সেতুর ন্যায় এই ষড়যন্ত্রও ভেস্তে যাবে বলেও জানান তথ্যমন্ত্রী।