নিজেদের ভাগ্য গড়তে রাজনীতি করলে বাংলাদেশে স্থান হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
যারা নিজেদের ভাগ্য গড়তে রাজনীতি করে তাদের স্থান বাংলাদেশে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোভের বশীভূত হয়ে নিজ স্বার্থে রাজনীতি করলে বেশিদিন টেকা যায় না বলেও হুঁশিয়ার করেন তিনি। যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালী যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম ধারণ করে আওয়ামী লীগ সরকার– দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
গেল বছরের ১১ নভেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পার করলেও করোনার প্রাদুর্ভাবের কারণে আয়োজন ছিল অসম্পূর্ণ। নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে নিয়ে তাই বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজন এই মিলনমেলার।
গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় সংগীত, দেশাত্ববোধক কবিতার পর বক্তব্য রাখেন যুবলীগের সাবেক নেতারা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, লোভের বশবর্তী হয়ে নিজের ভাগ্য গড়তে রাজনীতি করলে জনগন তাকে ক্ষমা করেন না।
রাজনৈতিক দল ও কর্মীদেরকে, জনগণের কল্যানে আদর্শ ভিত্তিক রাজনীতি করার পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, ৭৫ পরবর্তী শাসকেরা নিশ্চিহ্নের পথে।
তারূন্যকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। মুজিববর্ষে আবারো প্রত্যেক গৃহহীনের জন্য আবাসন নিশ্চিতের ঘোষণা দেন ।
বিভ্রান্ত না হয়ে সবাইকে করোনার ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।