যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলো, তারাই এখন ইতিহাসের বাইরে
- আপডেট সময় : ০৮:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনাকালে বিএনপির একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে পালাক্রমে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালী দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলো, তারাই এখন ইতিহাসের বাইরে।
শনিবার বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা এবং দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো তাদের জীবনেও রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস কোনো স্বৈরশাসকের রক্তচক্ষুকে পরোয়া করে না।
এসময়, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, রাজধানীর উত্তরখান কাচকুড়া শিক্ষা কমপ্লেক্স প্রাঙ্গনে মহানগর উত্তর আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
করোনার এই সংকটে অসহায় দুঃস্থদের সহযোগীতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।