যারা বঙ্গবন্ধুর খুনীদের আড়াল করতে চেয়েছিল তাদের মুখে মানবতার কথা মানায় না
- আপডেট সময় : ০৭:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইনডেমনিটি অধ্যাদেশ জারীর মাধ্যমে যারা বঙ্গবন্ধুর খুনীদের আড়াল করতে চেয়েছিল তাদের মুখে মানবতার কথা মানায় না-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ১৫ আগস্টের সেই খুনীরা এখনো সোচ্চার। তবে যতো বাধাই আসুক না কেন, শেখ হাসিনাকে কেউ টলাতে পারবে না। অন্যদিকে ঢাকা দক্ষিনের মেয়র দাবী করেন, খুনীদের দেশে ফিরিয়ে আনা হলে সেটাই হবে ১৫ আগস্টের শহীদদের আত্মার উপহার। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে তারা এসব বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নগর ভবনে আয়োজন করা হয় এক আলোচনা ও দোয়া মাহফিলের। যেখানে ঢাকা দক্ষিন সিটির মেয়র শেখ ফজলে নুর তাপসের সভাপতিত্বে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী, সচিবসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। শোকের কথা উচ্চারণ করতেই সেদিনের ঘটনার বর্ণনা দেন সেদিনের ছোট্ট তাপস আজকের নগরপিতা। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা অনেকবারই হয়েছে। এখনো ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে থাকলেও ঐক্যবদ্ধ জনতা তা প্রতিহত করবে।
ভার্চুয়াল সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেদিনের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে বলেন, তাদের মুখে নীতিকথা মানায় না। বিএনপির আমলে হত্যা খুন নারী ধর্ষন সহ দুর্নীতীতে রেকর্ড গড়েছিল দেশ, অথচ এখন তারাই বিচারের কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে বলে জানান ওবায়দুল কাদের।