যার যেটুকু সামর্থ্যে আছে তা নিয়ে জনগনের পাশে দাঁড়িয়ে দুর্যোগ মোকাবিলার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
জনগন প্রধানমন্ত্রীর আহ্বনে সাড়া দিয়ে সরকারি নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চললে বির্পযয়ের সন্মুখীন হতে হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যার যেটুকু সামর্থ্যে আছে তা নিয়ে জনগনের পাশে দাঁড়িয়ে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জনগনের অসহায়ত্বের সুযোগ নিয়ে সহায়তার নামে অনেকে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে- এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, স্বতস্ফুর্তভাবে অনেকে জনগনকে সহযোগিতা করছেন। তার পাশাপাশি খবর এসেছে জনগনের দরিদ্রের সুযোগ নিয়ে অনেকে চাঁদাবাজি করছে। হানিফ হুঁশিয়ারী দিয়ে বলেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।