যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক
- আপডেট সময় : ১০:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। বাকিংহ্যাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন তিনি। শুক্রবার শপথ নেবেন ঋষি।
এর আগে নিয়ম অনুযায়ী রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন লিজ ট্রাস। তার পদত্যাগপত্র গ্রহণ করেন কিং চার্লস। ৪২ বছর বয়সী ঋষি যুক্তরাজ্যের ইতিহাসে ৫৭তম প্রধানমন্ত্রী। গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীও তিনি। তাছাড়া প্রথম অশ্বেতাঙ্গ ও এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি। নানা গুঞ্জন শেষে ভারতীয় বংশোদ্ভূত সুনাকের ওপরই আস্থা রাখল কনজারভেটিভ পার্টি। পার্টির ৩৫৭ জন এমপি’র অর্ধেকেরও বেশি রায় দিয়েছেন সুনাকের পক্ষে। এর আগে রোববার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।গতকাল শেষ মুহূর্তে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট। ফলে জয় নিশ্চিত হয়ে যায় ঋষি সুনাকের। এদিকে, এ ঘোষণা আসতেই কোহিনূর হীরা ভারতে ফেরানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে নেট দুনিয়া।