যুক্তরাজ্যের ৪০তম রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ
- আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জাঁকজমকপূর্ন ও রাজকীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সহ বিশ্বের ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে ইতিহাস রচনাকারি আয়োজনের সাক্ষী হয় সেন্ট্রাল লন্ডনের অধিবাসীসহ বিশ্বের কোটি কোটি মানুষ।
৭০ বছরের মধ্যে প্রথম কোন রাজ্যাভিষেক। রাজসিক ঐতিহ্য রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্টকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যার প্রস্তুতিতে উৎসবের সাজে সাজে সেন্ট্রাল লন্ডন।
মা এলিজাবেথের মৃত্যুর পর গেলো সেপ্টেম্বরে যুক্তরাজ্যসহ আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান চার্লস। প্রথা মেনে সেই রাষ্ট্রপ্রধানরা রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে আসেন অভিষেক অনুষ্ঠানে। সেন্ট জেমস প্যালেসে অভিষেকের মূল অনুষ্ঠান। আর মূল দায়িত্বটি পালন করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
দর্শক সারিতে দুই হাজার তিনশ বিশেষ অতিথি। প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোসহ বিশ্বের ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধান সাক্ষী হন ঐতিহাসিক এই আয়োজনের। প্রথম প্রার্থনাতেই প্রধান বার্তা দেন অভিসিক্ত রাজা চার্লস। অ্যাবেতে পৌঁছে উচ্চারণ করেন.. আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি।
অনুষ্ঠানের বিশেষ মূহুর্ত হলো রাজার মাথায় সেন্ট এডওয়ার্ডস মুকুট পরানো। সেই মূহুর্তে অ্যাবের ঘন্টা বাজে এবং পাশে থাকা হর্স গার্ড প্যারেড থেকে গান স্যালুট দেয়া হয়। রাজার সাথে সাথে মুকুট পরানো হয় রানি ক্যামিলাকেও, এই জুটির দীর্ঘ পথ চলার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি এখন অর্জন করেন কুইন ক্যামিলা সম্বোধনের অধিকার। দায়িত্ব গ্রহণের পর কাউন্সিলররা সুর মিলিয়ে বলে ওঠেন.. সৃষ্টিকর্তা রাজাকে রক্ষা করুন।