যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে স্যার কেইর স্টারমার সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় ও লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার। শনিবার যুক্তরাজ্যের ক্ল্য রিজ হোটেলের মিটিং রুমে তিনি এ সাক্ষাৎ করেন।
এসময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এসময় কেইর স্টারমার অর্থনৈতিকভাবে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন এবং শেখ হাসিনার নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যাবেন যুক্তরাষ্ট্রে। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন।