যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকাকে ব্যবহারের অনুমোদন
- আপডেট সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫১৫ বার পড়া হয়েছে
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য– মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান- ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকাকে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন দেয়া শুরু হবে।
চূড়ান্ত পরীক্ষায় টিকাটি ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়। অনুমোদনের পর যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা- এমএইচআরএ বলছে– টিকাটি নিরাপদ। ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনের ৪ কোটি ডোজের আগাম অর্ডার দিয়ে রেখেছিল যুক্তরাজ্য। চলতি ডিসেম্বরেই তারা এক কোটি ডোজ পাবে বলে আশা করছে। ভ্যাকসিনটির পরীক্ষায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৬৫ বছরের চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এটি ৯৪ শতাংশ কার্যকর। বিভিন্ন দেশের ৪১ হাজার মানুষ এই পরীক্ষায় সম্পৃক্ত ছিলেন। ফাইজার ছাড়াও ইতোমধ্যে আরেক মার্কিন কোম্পানি- মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন চূড়ান্ত পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ কার্যকর। এছাড়া রাশিয়ার স্পুটনিক নামক ভ্যাকসিনটিও ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবী করা হয়েছে।