যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে: ব্রিটিশ হাই কমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
যুক্তরাজ্য বাংলাদেশের যেকোন প্রয়োজনে পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমকর্মীদের একথা বলেন তিনি। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এসময় আরও বলেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র। ব্যবসা-বাণিজ্যসহ সকল বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাই যুক্তরাজ্য সরকার সবসময় বঙ্গবন্ধুকেও স্মরণ করেন। পরে তিনি স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন।