আইন-শৃঙ্খলা রক্ষায় ট্রাম্পের কড়া নির্দেশ
- আপডেট সময় : ০৮:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কেনোশা সিটিতে আইন-শৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়ে সাম্প্রতিক বর্ণবাদবিরোধী বিক্ষোভের সহিংসতাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলির ঘটনায় সবশেষ কেনোশা সিটিতে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা সিটিতে এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে তার তিন শিশু পুত্রের সামনে গুলি করার ঘটনায় নতুন করে এ দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে এ ঘটনায় বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা কয়েক রাত ধরে সিটির ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় দুই ব্যক্তি প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ট্রাম্প বলেছেন, এটি কোনো শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ছিল না। এটি ছিল অভ্যন্তরীণ সন্ত্রাস। প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পথেও রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে বিক্ষোভকারীরা।