যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি, বিএনপির অপরাজনীতির ফসল : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি- বিএনপির অপরাজনীতির ফসল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি জোট এমন করতে থাকলে আরও অনেক দেশ এ ধরনের সতর্কতা দিতে পারে। দুপুরে সচিবালয়ে একথা বলেন তথ্যমন্ত্রী। রাজশাহীতে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখনো হত্যা-খুনের রাজনীতি থেকে বের হতে পারেনি।
সচিবালয়ে মন্ত্রলালয়ের সভাকক্ষে ডিরেক্টর গিল্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।পরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির অপরাজনীতির আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
রাজশাহীর জনসভায় বিএনপি নেতার প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিক্রিয়া জানান ড. হাছান মাহমুদ।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
এদিকে, প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতার গ্রেফতারের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী যুবলীগ। বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে অভিযোগ করে, তাদেরকে প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানান যুবলীগ নেতারা।
পরে বিএনপি-জামায়াতের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিক্ষোভ মিছিল বের করা হয়।