যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাকি আর মাত্র চার দিন
- আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাকি আর মাত্র চার দিন। শেষ মুহুর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
বৃহস্পতিবার দুইজনই সুইংস্টেট ফ্লোরিডায় সমাবেশ করেছেন। বক্তব্য দিয়েছেন পরস্পর বিরোধী। সমাবেশে বাইডেন বলেন, ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের জয় পেলে জনগণের ক্ষমতা অব্যাহত থাকবে। অপর দিকে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা যদি নির্বাচনে জয় পায় তবে তারা ফ্লোরিডাবাসীকে নিচের দিকে নিয়ে যাবে।এদিকে এখন পর্যন্ত নির্বাচনি জরিপে এগিয়ে জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের এখন পর্যন্ত আগাম ভোট পড়েছে আট কোটিরও বেশি।যার মধ্যে ৫ কোটি ২০ লাখ মার্কিনী ভোট দিয়েছেন ইমেইলে। এদিকে, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ল্যাটিনো ও অভিবাসী ভোটাররা। এমন অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে জয়-পরাজয়ের নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই। রাজ্যগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক ও অ্যারিজোনা। প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের অর্ধেকের বেশিই রয়েছে এই পাঁচটি রাজ্যে।ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক বাদে বাকি ৩টি রাজ্যকে দোদুল্যমান বা সুইং স্টেট। রাজ্যগুলোর জয় নিশ্চিত করতে মরিয়া রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলই।