যুক্তরাষ্ট্রের পথে আফগান দোভাষীদের প্রথম দল
- আপডেট সময় : ০৪:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
যুদ্ধকবলিত আফগানিস্তানে মার্কিন সেনা ও কূটনীতিকদের সার্বিক দেখভালের পাশাপাশি সহযোগিতা করা আফগান দোভাষীদের একটি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এসব দোভাষী ও মার্কিন সেনাদের সহযোগীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, দোভাষী ও আফগানিস্তানে মার্কিন সেনাদের সহযোগী ৭৫০ জন পরিবার নিয়ে দেশ ছেড়েছেন। তারা যে কোনো সময় যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। দীর্ঘ ২০ বছর ধরে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে আসা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগস্টের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার কথা জানায়। এ ঘোষণার পর থেকেই সেখানে যারা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সদস্যদের সহযোগী ছিলেন, তারা তালেবানের রোষানলে পড়তে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে।এ পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটিতে যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিচালনায় তার সহযোগীদের প্রথম দলকে সরিয়ে নিল।