যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বাণিজ্য বিশেষজ্ঞ পিটার ডি হাসকে মনোনীত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বাণিজ্য বিশেষজ্ঞ পিটার ডি হাসকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পেশায় কূটনীতিক হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগে উপ সহকারী মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন।বাংলাদেশে দায়িত্ব পেতে যাওয়া পিটার হাস এর আগে ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাই মিশনে ছিলেন।যুক্তরাষ্ট্রের সিনেট পিটার হাসের মনোনয়ন নিশ্চিত করলে তিনি হবেন আর্ল রবার্ট মিলারের উত্তরসূরি। বাংলাদেশের পাশাপাশি ভারত, ফ্রান্স, মোনাকো ও চিলিতেও নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছেন প্রসিডেন্ট বাইডেন। ভারতে দায়িত্ব পাচ্ছেন লস এঞ্জেলেসের সাবেক মেয়র এরিক গারসেট্টি।