যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফেঁসে যেতে পারেন দেশটির বিদায়ী ট্রাম্প
- আপডেট সময় : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফেঁসে যেতে পারেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উসকানি ও হুকুমের আসামির খাতায় নাম উঠতে পারে তার। এদিকে, মূল পরিকল্পকদের চিহ্নিত করতে কাজ করছেন দেশটির আইনজীবীরা। যারা হামলাকারী তারা অচিরেই চাকরি হারাচ্ছেন।
আর এমন হলে হোয়াইট হাউজ ছাড়ামাত্রই জেল জরিমানার মুখোমুখি হবেন ট্রাম্প। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন সরকারি আইনজীবীরা। বিচার বিভাগ বলছে, হামলার মদদদাতা হিসাবে ট্রাম্পের নাম উঠে এলে তাকেও বিচারের আওতায় আনবেন আদালত। ওয়াশিংটনের এক শীর্ষস্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, বুধবারের ওই ঘটনায় চার্জ তথা অভিযোগ গঠনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ক্যাপিটল পুলিশ কেন দাঙ্গাকারীদের ঠেকাতে ব্যর্থ হলো সে প্রশ্নও করা হয়েছে চার্জশিটে। মার্কিন প্রেসিডেন্টই তার সমর্থকদেরকে উসকে দিয়েছেন কি না তা-ও তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত অ্যাটর্নি মিচেল শিওরিন জানান, তাদের চার্জশিটে জড়িত সবার নামই রাখা হবে, তিনি যে-ই হোন না কেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নাম চার্জশিটে থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা শুধু তাদেরকেই খুঁজছি না, যারা পার্লামেন্টের ভেতরে ঢুকেছিল।
এদিকে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বুধবার মার্কিন ক্যাপিটল হিলে ভাঙচুর চালানো দাঙ্গাকারীদের ছবি ও ভিডিও। এগুলো দেখে যাদের শনাক্ত করা যাচ্ছে তাদের অব্যাহতি দিচ্ছেন চাকরিদাতারা।