যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এক মহাকাশচারী

- আপডেট সময় : ০১:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এক মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে দ্বিতীয়বার ভোট দিলেন মহাকাশচারী কেট রুবিনস।
ভোটদানের একটি ছবি ২৩শে অক্টোবর নাসা তাদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে। দুই রুশ মহাকাশচারীর সঙ্গে ১৪ই অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন কেট। ৩রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে তিনি সেখানে থেকে ফিরবেন। তাই স্পেস স্টেশন থেকেই তিনি ভোট দিলেন। নাসার তরফে যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, স্পেস স্টেশনের ভিতর একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেট। তবে এটাই প্রথম বার নয় এর আগেও কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ২০১৬ সালে ভোট দিয়েছিলেন। আর মহাকাশ থেকে এই ভোটাধিকার প্রয়োগের আইন আমেরিকায় পাস হয় ১৯৯৭ সালে। অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে পরিবর্তনের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের কালোরা। এ উদ্দেশ্য সামনে নিয়ে কালোদের একটি গ্রুপ সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে। এ গ্রুপটির নাম অল-ব্লাক গ্রুপ।