যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে
- আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে। মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নেভাদা এই চারটি অঙ্গরাজ্যের মধ্যে সীমিত হয়ে পড়েছে হিসাব নিকাশের পালা।
অন্য দুই অঙ্গরাজ্য আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। পেনসিলভানিয়ায় বাইডেন পেয়েছেন ৩৩ লাখ ২ হাজার ৯৭৭ ভোট। আজ গণনা শুরু করার আগ পর্যন্ত এই অঙ্গরাজ্যে প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন। অ্যারিজোনা অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে আছেন ৪৩ হাজার ৭৭৯ ভোটে। নেভাদা অঙ্গরাজ্যে আরও এক লাখ ৯০ হাজারের বেশি ভোট গুনতে হবে নেভাদা কর্তৃপক্ষকে। এদিকে জর্জিয়ায় এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যটির ভোটিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন ম্যানেজার গ্যাব্রিয়েল স্টারলিং জানান, সেখানে ৪ হাজার ১৬৯ ভোট গণনার বাকি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নিবার্চনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো।