যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের অনুমোদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট অফিস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকশেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডা। সেখানে বর্তমানে ৪০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশী বসবাস করছেন। ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার। আনোয়ারুল ইসলাম বলেন, এই বিশাল দূরত্ব অতিক্রম করে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে কনস্যুলার সেবা গ্রহণ করা প্রবাসী বাংলাদেশীদের জন্য যথেষ্ট সময় ও ব্যয় সাপেক্ষ।