যুক্তরাষ্ট্রের ভিসানীতির সঙ্গে গাজীপুরের ভোটের কোনো সম্পর্ক নেই : ইসি আলমগীর
- আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির সঙ্গে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ-সুষ্ঠু হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, এ নির্বাচনের মধ্যে দিয়ে দেশ-বিদেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন তার সক্ষমতা প্রমান দিয়েছে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর।কোন নির্বাচন নিয়েই নির্বাচন কমিশন কোন চাপে নেই জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে।
বাংলাদেশের জন্য ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আর পরদিন অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ হওয়ায়-সুশীল সমাজ মনে করছে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষনার কারণে, সরকার এবং নির্বাচন কমিশন গাজীপুরে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে।
তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির সঙ্গে গাজীপুর সিটি নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, বিদেশিরা কী চাইলো, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ নয়। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে।
গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে, মোহাম্মদ আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা আসবেন, সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন।