যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফলে নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেঙ্গে গেছে বিএনপির : কাদের
- আপডেট সময় : ০৭:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেঙ্গে গেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন ভিসা নীতি বিএনপির উপরই এখন বড় চাপ তৈরি করেছে। সোমবার রাজধানীতে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সোমবার গণমাধ্যমে বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার ও বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বলেন, নীলনকশা অনুযায়ী বিদেশি প্রভুদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটাতে নতুন নতুন নাটক সাজাচ্ছে তারা। এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, মার্কিন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন প্রতিহত করার কথা বলার সুযোগ নেই। বিএনপির নতুন কর্মসূচিকে গতানুগতিক কর্মসূচী বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।