যুক্তরাষ্ট্রের মায়ামিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত
- আপডেট সময় : ০৮:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মায়ামিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।
শনিবার রাতে তিন ব্যক্তি হঠাৎ গাড়ি থেকে বের হয়ে জনগণের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে নিজেদের ব্যবহৃত গাড়িতে তিন বন্দুকধারীই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের আটক করতে পারেনি। তবে মায়ামি পুলিশ বলছে, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এটি চলতি সপ্তাহে মায়ামিতে বন্দুকধারীর দ্বিতীয় হামলা। এর আগে গত শুক্রবার এক হামলায় ১ জন নিহত হয়। আহত হয় ৭ জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্যে নতুন অস্ত্র আইন অনুমোদন দেয়া হয়েছে। সে আইন অনুযায়ী টেক্সাসে যে কোন ব্যক্তি এখন লাইসেন্স ছাড়াই প্রকাশ্যে পিস্তল বহন করতে পারবে। এমনকি পিস্তল বহন করতে লাগবে না কোন ধরনের প্রশিক্ষণও। শুধু ২১ বছরের বেশি বয়সীরাই পাবেন এ সুবিধা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ব্যবস্থার বিরোধিতা করছে।