যুক্তরাষ্ট্রের মায়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় একজনের মৃত্যু, ৯৯ জন নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ৯৯ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে ১০২ জনের অবস্থান শনাক্ত করা গেছে এবং ৯৯ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। স্থানীয় জরুরি বিভাগ ভবন ধসের পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে। ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন অংশের ১২ তলা ভবনের মাঝের অংশ হঠাৎ ধসে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটি টাওয়ারের একটি ধসে মাটিতে মিশে যায়। ১৯৮১ সালে নির্মিত ভবনটির ১৩০টি অ্যাপার্টমেন্ট ব্লকের অর্ধেকই গায়েব হয়ে গেছে।