যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের আশা স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
টিকাদানসহ তৃণমূলে স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশ অসাধ্য সাধন করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। সকালে রাজধানী ঢাকায়, ফাইজার ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে, স্বাস্থ্যমন্ত্রী ভ্যাক্সিন কার্যক্রমে মার্কিন সহযোগিতার কথা তুলে ধরে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডকে সঙ্গে নিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পরির্শনর শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র আগে ৬ কোটি ১০ লাখ ভ্যাকসিন ও ১৮টি ফ্রিজারভ্যান দিয়েছে বাংলাদেশকে। দু’দেশের সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে জানান তিনি।
করোনার টিকাদানে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে জানিয়ে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ভবিষ্যতে টিকা লাগলে যুক্তরাষ্ট্র আরও দেবে।