যুক্তরাষ্ট্রের ৯ বাড়ি : অনুসন্ধানে সহযোগিতায় গোলাপকেই হাইকোর্টের নির্দেশ
- আপডেট সময় : ০২:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের যুক্তরাষ্ট্রের ৯ বাড়ির বিষয়ে দুদক ও বিএফআইইউকে অনুসন্ধানে সহযোগিতা করতে গোলাপকেই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে দুদককে অনুসন্ধানের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আইনজীবীরা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে অনুসন্ধানের জন্য সহযোগিতা করতে এমপি আবদুস সোবহান মিয়াকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারিতে গোলাপের ৯টি বাড়ি কেনার বিষয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গেল ২৬ ফেব্রুয়ারি ব্যারিস্টার সায়েদুল হক সুমন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে গোলাপের ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।