যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের নির্দেশে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত ২ মাস যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য কোন গ্রিন কার্ড পাবে না অভিবাসীরা।
করোনা সংকটকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কর্মসংস্থান রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। নির্দেশটি ২ মাসের জন্য কার্যকর হলেও পরবর্তীতে পরিস্থিতি বুঝে এর সময়সীমা বাড়ানো হবে। তবে যুক্তরাষ্ট্র প্রতিবছর অস্থায়ীভাবে কাজের জন্য অভিবাসীদের যে ভিসা দেয়, তাতে এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা মার্কিন নাগরিকদের স্ত্রী বা স্বামী ও সন্তান এবং চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মী যারা দেশটিতে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে না।