যুক্তরাষ্ট্রে জমে উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই
- আপডেট সময় : ০২:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে জমে উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই। চলছে আগাম ভোটযুদ্ধ। আনুষ্ঠানিক ভোটের আর মাত্র ১২ দিন বাকি। শেষ ধাপের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে দলগুলো। একের পর এক রাজ্য দখলে ছুটছেন প্রার্থীরা।আক্রমণ হানছেন প্রতিপক্ষের ওপর। ফোটাচ্ছেন কথার ফুলঝুরি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজ শেষ প্রেসিডেন্সিয়ালের বিতর্কে মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে কভিড-নাইন্টিন প্রতিরোধ, মার্কিন পরিবার, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা ও নেতৃত্ব। এদিকে বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ২০১৬ সালের চেয়েও বড় ব্যবধানে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারবেন। অন্যদিকে, বুধবার ফিলাডেলফিয়ায় বাইডেনের পক্ষে প্রচারে নেমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নিজের স্বার্থ সংশ্লিষ্ট কাজ ছাড়া ডোনাল্ড ট্রাম্প কারো জন্য কিছুই করেন নি।