যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৭০০ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৭৮৭ জন। এভাবে চললে দৈনিক করোনা সংক্রমণ এক লাখ ছুঁয়ে ফেলবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গোটা বিশ্বে মৃত্যু ৫ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে এক লাখ ৩৬ হাজারই মার্কিন নাগরিক । করোনা পজিটিভ ধরা পড়েছে নর্থ ক্যারোলাইনার সিনেটর ড্যানি ব্রিটের। এই প্রথম জেনারেল অ্যাসেম্বলির কোনো সদস্যের করোনা ধরা পড়ল। প্যারিসে ডিজনিল্যান্ড খুলে গেছে । ফ্লোরিডাতেও এবার থিমপার্ক খুলে দিতে সংকল্পবদ্ধ ওয়ার্ল্ডডিজনি কর্তৃপক্ষ। অথচ ফ্লোরিডার অবস্থা সবচেয়ে খারাপ। আমেরিকার আরেক হটস্পট টেক্সাস। সেখানকার গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, মাস্ক পরা ও পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরিস্থিতি সামলানো না গেলে ফের লকডাউনের পথে হাঁটতে হবে।