যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চুক্তি স্বাক্ষর,আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির পর এবার আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
স্থানীয় সময় সোমবার আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আফগানিস্তানে তাদের যে সেনা মোতায়েন রয়েছে, তা কমিয়ে ৮ হাজার ৬০০-তে নামিয়ে আনা হবে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।এ চুক্তির ভিত্তিতেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করছে। এদিকে, আফগানিস্তানের দুই প্রতিদ্বন্দ্বী রাজনীতিক- আশরাফ ঘানি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ আলাদাভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে। দুই রাজনীতিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ঘটনায় দেশটিতে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।