যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে প্রস্তুত বেইজিং
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে প্রস্তুত বেইজিং। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বহুল আলোচিত ভার্চুয়াল বৈঠকে এ মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং।
বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সংঘাত নয় বরং প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। মানবাধিকার এবং ইন্দো- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা প্রভাব নিয়ে উদ্বেগ জানান বাইডেন। এর জবাবে বাইডেনকে পুরনো বন্ধু আখ্যা দিয়ে চীনা প্রেসিডেন্ট, সুসর্ম্পক এগিয়ে নিতে দুই দেশকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা এবং করোনা মহামারির মতো সংকট সমাধানে ওয়াশিংটন-বেইজিং ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। এ বছরের জানুয়ারিতে বাইডেনের অভিষেকের পর সির সঙ্গে দুবার ফোনালাপ হয়েছে।