যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
- আপডেট সময় : ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মে দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিরিয়ার পার্লামেন্টের স্পিকার হামৌদা সাববাগ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। গৃহযুদ্ধ শুরুর পর এটা হবে সিরিয়ায় দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। কাল থেকেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিবন্ধন শুরু হবে। আগামী ২০ মে বিদেশে অবস্থানরত সিরিয়ার নাগরিকেরা নিজ নিজ দূতাবাসে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আর ২৬ মে সিরিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয়ী প্রার্থী পরবর্তী সাত বছরের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন দেশটির স্পিকার। এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল–আসাদ আবারও প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় সর্বশেষ ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৯২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন বাশার আল–আসাদ।